এম.মনছুর আলম, চকরিয়া:
চকরিয়ায় উপজেলার ১৮ জন দৃষ্টি প্রতিবন্ধীকে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষথেকে নগদ অর্থ বিতরণ ও আটারটি প্রতিবন্ধী সংগঠনের সমন্বয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
সোমবার (২জুলাই) দুপুর ১২টার দিকে চকরিয়া পৌরসভার ভরামুহুরীস্থ এসআরপিভি (সার্ভ) হলরুম মিলনায়তনে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা চেয়ারম্যান এম এম মোশারফ হোছাইন মাসুদের সভাপতিত্বে ও দৃষ্টি প্রতিবন্ধী আবদুল মালেকের সঞ্চলনায় অনুষ্টিত হয়।উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার প্রতিবন্ধী সোসাইটির জিয়াবুল হক, নাজমা আকতার, কাকারা ইউনিয়নের মিজানুর রহমান, বরইতলী ইউনিয়নের জয়নাল আবেদীন, জন্নাত আরা, চিরিংগা ইউনিয়নের সুমন প্রমূখ।
সভায় উপজেলা ও জেলার প্রতিবন্ধী সুরক্ষা কমিটিকে আরো তরান্বিত ও গতিশীল করার উদ্যোগ নেয়া হয়।এছাড়াও সভায় বর্তমান সরকারের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নেয়া গৃহিত প্রদক্ষেপ ও কার্যক্রমকে আরো বেগবান করার দৃঢ প্রত্যয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
সভাশেষে উপজেলার ১৮জন দৃষ্টি প্রতিবন্ধীকে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষথেকে সংগঠনের চেয়ারম্যান এম এম মোশারফ হোছাইন মাসুদ নগদ অর্থ প্রদান করেন।
চকরিয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের আর্থিক অনুদান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।