গত ২৫ জুন দৈনিক ইনানীসহ কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় “ঈদগাওঁতে রেল লাইন জমি অধিগ্রহন পরিমাপে অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের (অর্থাৎ প্রকৃত জমির মালিকদের) দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদটি সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট, সুবিধা বঞ্চিতদের ষড়যন্ত্র ও উদ্দেদশ্য প্রণোদিত।
প্রকৃত বিষয় হল-সদরের ঈদগাঁওতে প্রথমে কিছু সংখ্যক সার্ভেয়ার কে ৪১১ টি রোয়েদাদ ভাগ বাটোয়ারাপুর্বক দায়িত্ব দেওয়া হলেও পরবর্তিতে এল এ শাখার এক আদেশে তা বাতিল করা হয়। সম্প্রতি সংশ্লিস্ট শাখার নির্দেশে বর্ণিত রোয়েদাদ সমুহ পাঁচ জন সার্ভেয়ারকে ঢালাও ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ঐ দিন শত শত আবেদনকারীদের উপস্হিতিতে নিয়মতান্ত্রিক ভাবে অর্ধ শতাধিক রোয়েদাদের পরিমাপ কাজ সম্পন্ন হয়।পরিমাপের শুরু থেকেই কিছু ভূঁয়া জমির মালিক অন্য জনের দখলে থাকা জমি তাদের দখলে আছে মর্মে বে আইনি ভাবে তাদেরকে সহযোগিতার করতে নানা ভাবে চাপ সৃষ্টি পূর্বক সরকারি কাজে ব্যাঘাত ঘটায়। এমন কি এক পর্যায়ে কর্মরত সার্ভেয়ারদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। ঐসব ভুঁয়া মালিকেরা কোন প্রকার সুবিধা করতে না পারায় সুষ্ট পরিমাপকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে একটি বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেন। যা সত্যিই দুঃখ জনক। আমরা মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

প্রতিবাদকারী
১. আবুল কালাম
২. আমানুল হক
৩. ছালেহ আহাম্মদ
৪. নজির আহাম্মদ
ঈদগাঁও, কক্সবাজার সদর, কক্সবাজার।