সংবাদ বিজ্ঞপ্তি
পেশাদার গণমাধ্যমকর্মীদের সংগঠন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান। শনিবার রাতে কলাতলীর একটি তারকামানের হোটেলে তিনি এ মতবিনিময় সভায় মিলিত হন। সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, “সাংবাদিক এবং সংবাদপত্রের ভূমিকা ছাড়া দেশের কোথাও সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব না। তাই আগামী পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতার পাশাপাশি পর্যটন নগরীর ধারাবাহিক উন্নয়নকে আরো গতিশীল করতে সরকারী দল তথা আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের বিজয়ের জন্য লেখনির মাধ্যমে সার্বিক সহযোগিতা আশা করছি”।

এসময় সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কেন্দ্রীয় সদস্য আয়াছুর রহমান ও মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আবদুল কুদ্দুস রানা এবং সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপুসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় কক্সবাজার জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।