এম আবুহেনা সাগর, ঈদগাঁ :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দ্রুত গামী মোটর সাইকেলের ধাক্কায় মহিলাসহ দুইজন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ৩০ জুন রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কের ঈদগাঁওর মেহেরঘোনাস্থ নুর কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পারাপার কালে কালিরছড়ামুখী দ্রুতগামী মটর সাইকেল দূর্ঘটনায় মহিলাসহ দুইজন গুরুত্বর আহত হন।

স্থানীয় ব্যবসায়ী মাহবুবুল আলম জানান, আহত একজনের অবস্থা আশংকাজনক । তিনি মহাসড়কস্থ ঈদগাঁও আলমাছিয়া সড়ক পয়েন্টে অবস্থিত এক গ্যাসের দোকানের কর্মচারী। অন্যজন হচ্ছে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিন মেহেরঘোনার মরহুম মমতাজ আহমদের স্ত্রী ও চাকরীজিবী মাহমুদ আল মক্কীর মা তৈয়বা খানম বলে জানা গেছে ।

বর্তমানে আহত মহিলাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মোটর সাইকেল চালককে চমেকে প্রেরণ করা হয়। উল্লেখ্য যে, উক্ত স্থানে প্রায়শ ছোটবড় দূর্ঘটনা ঘটে চলছে নানা সময়ে।