প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ের আওতাধীন ৯নং ওয়ার্ড় যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল হোয়ানক পানিরছড়া অস্থায়ী কার্যালয়ে ২৯শে জুন শুক্রবার বিকাল ৪ টায় হয়। ইউনিয়ন যুবদল সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক বাবুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, হোয়ানক ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হোয়ানক বিএনপির সহ-সভাপতি আব্দুল জব্বার। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমান উল্লাহ আমান।

বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরওয়ার, বড় মহেশখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আজিজুল করিম জয়, সিনিয়র সহ-সভাপতি এস.এম রহমত উল্লাহ, হোয়ানক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, নুরুল ইসলাম, জিয়াউর রহমান, দেলোয়ার হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে- জিয়াউর রহমান সভাপতি, আব্দুল মজিদ সিনিয়র সহ-সভাপতি, দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক, হাবিব উল্লাহ বাহার সিনিয়র যুগ্ন সম্পাদক এবং সালাহ উদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামীতে যুবদলকে গতিশীল ও শক্তিশালী করে বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তি আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।