রামুর সবচেয়ে ব্যস্ততম এলাকা চৌমুহনী স্টেশনের সর্বত্র এখন ময়লা আবর্জনার স্তুপ। সড়কের পাশে কিংবা মার্কেটের সামনে যেদিকে চোখ যায় ময়লা আর ময়লা। পুরো স্টেশনটিই যেন ময়লা ফেলার স্থান। রামু উপজেলার ৩ লাখ জনসাধারণ আর দেশ-বিদেশের পর্যটকরা ময়লা ভরপুর উপজেলা শহরের এমন নাজুক দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ছেন। সড়কের পাশে পথচারিদের হাটা দূরের কথা এখানে এখন গাড়ি পার্কিংও করা সম্ভব হচ্ছে না। চরম দূর্গন্ধে বিরাজ করছে ভোগান্তি। জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা কারো যেন এ নিয়ে দায়বোধ নেই। সোমবার চৌমুহনী স্টেশনের স্টেডিয়াম সংলগ্ন প্রধান সড়কের এ ছবিটি তুলেছেন সোয়েব সাঈদ।