এম.মনছুর আলম, চকরিয়া:
বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে কক্সবাজারের চকরিয়ায় মাসব্যাপী উপজেলা পরিষদ সংলগ্ন মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে দৃষ্টি প্রতিবন্ধী শিল্প ও পণ্য মেলা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
২৬জুন (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টার দিকে মেলা আয়োজক কমিটি প্রধান সমন্বয়ক ও দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সমিতির চেয়ারম্যান এম এম মোশারফ হোছাইন মাসুদের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এম এ।
উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরীর, সাবেক পৌরসভার কমিশনার ছৈয়দ আলম, এম আর চৌধুরী, চট্রগ্রাম সমিতির সাধারণ সম্পাদক হামিদ হোছাইন, চকরিয়া পৌরসভার কাউন্সিলর জামাল উদ্দিন, নজরুল ইসলাম, বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পরিচালক(সমাজ কল্যাণ) এস জে আলম, দাতা সদস্য শহিদুল ইসলাম খাঁন পিন্টু, দাতা সদস্য মাহমুদুল হাসান খোরাইশী,উপজেলা যুবলীগের সহ সভাপতি জাবেদ হোসেন পুতুল,পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান,পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান প্রমূখ।
উক্ত দৃষ্টি প্রতিবন্ধী শিল্প ও পণ্য মেলার বিশেষ আকর্ষণ হচ্চে দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণে র্যাফেল ড্র।মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে অত্যাধুনিক দৃষ্টি নন্দন ইলেক্ট্রিক নাগরদোলা, ক্যান, নৌকা চড়া ও জাদু প্রদর্শনী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।