অনলাইন ডেস্ক : অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে জয় এনে দিলেন কৌতিনহো। ম্যাচের একদম শেষ বেলায় জয়সূচক গোল করে ব্রাজিল ২-০ গোলের জয় এনে দিলেন ব্রাজিলের সুপারস্টার নেইমার।
ব্রাজিল- কোস্টারিকা খেলায় কেউ প্রথমার্ধে গোল করতে পারেনি। আক্রমণ পাল্টা আক্রমনে থাকে দু’দল। নেইমার আজো জ্বলে উঠতে পারেনি। কোস্টারিকার ডিফেন্সের প্রাচির ভেংগে গোল করতে আজো ব্যর্থ হয় নেইমাররা। তাই প্রথমার্ধে গোল শূন্য সমতা নিয়ে বিরতিতে যায় ব্রাজিল ও কোস্টারিকা। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। ৬৮ শতাংশ সময় ধরে তারা বল দখলে রেখেছিল। ৩২ শতাংশ সময় ধরে বল দখলে রেখেছিল কোস্টারিকা। প্রথমার্ধে ব্রাজিল লক্ষ্যে শট নিতে পেরেছে একবার। কিন্তু কোস্টারিকা একবারও লক্ষ্যে শট নিতে পারেনি।