বিডিপ্রতিদিন: প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করলেও গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার গোলরক্ষক উইলি কাবাইয়েরোর মারাত্মক ভুলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। সেই চাপ সামলে উঠতে পারেনি মেসির আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল ক্রোয়েশিয়া। ম্যাচের ৫৩ মিনিটে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার রেবিচ। এরপর ক্রোয়েশিয়ার পক্ষে দ্বিতীয় গোলটি করেন দলটির অধিনায়ক মদ্রিচ।

ম্যাচের ৮০ মিনিটে ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচের ম্যাচের দ্বিতীয় গোলটিও আর্জেন্টাইন গোলরক্ষকের দুর্বলতা প্রকাশ করেছে। আর তৃতীয় গোলটি আসে ম্যাচের অন্তিম মুহূর্তে।

ম্যাচের যোগ করা সময়ের মাত্র ১ মিনিট পার হতেই আর্জেন্টিনার ডিফেন্সকে হতচকিত করে গোল করেন ইভান রাকিতিচ। মূলত দুর্বল গোলরক্ষণই ডুবিয়েছে আর্জেন্টিনাকে।