রফিক মাহমুদ,উখিয়া:
কক্সবাজারের উখিয়া ইনানী সৈকত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জুন) দুপুর ২টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন সংলগ্ন সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রোববার (১০ জুন) ভোরে সাগরে মাছ ধরতে গিয়ে ১৬টি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় সর্বশেষ ১৬ জন নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে উদ্ধার করা লাশটি নিখোঁজ জেলেদের কেউ হতে পারে।
তিনি আরও বলেন, লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিতের জন্য বেতার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রলার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে।