পেকুয়া প্রতিনিধি:

বঙ্গোপসাগর উপকূলের মগনামা ইউনিয়ন সহ সমগ্র পেকুয়া উপকূলের আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়নকল্পে ‘মানবিক উপকূল’ নামের একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (৯জুন) বিকেলে পূর্ব মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা ও ইফতার মাহফিলের মাধ্যমে এ সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা মনছুর আলম নানকের সভাপতিত্বে ও সমন্বয়ক এম এইচ ফয়সালের সঞ্চালনায় এ অনুষ্টানে মগনামা ইউপির সদস্য নুর মোহাম্মদ মাদু, সমাজসেবক ও রাজনীতিবিদ আফতাব উদ্দিন বাবুল, ব্যবসায়ী তোফাইল আহমদ, এস্তাফিজুর রহমান, আব্দুল মাবুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা মনছুর আলম নানক বলেন, সমাজের হতদরিদ্র, নিপীড়িত মানুষের পাশে দাড়াতে, সমাজের বিভিন্ন অপকর্ম রোধে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার উন্নয়নে কাজ করতে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠা। এতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়াও আত্মপ্রকাশ অনুষ্টান শেষে ফরমানুল হককে সভাপতি ও আবু সায়েম সানিকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।