শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও চাঁন্দের ঘোনা পয়েন্ট থেকে ২৮ বছর বয়সী অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।৮ জুন জুমাবার সকাল ১১ টার দিকে এ লাশটি উদ্ধার করা হয়।স্থানীয়রার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মুজাহিদুর রহমান জানান,স্থানীয় সুত্রে খবর পেয়ে এসআই চঞ্চল সিংহার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল লাল শরিয়া পাড়াস্থ আরকান সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার পুর্বক সুরহতাল রিপোর্ট তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।তিনি আরো জানান,লাশের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। ধারনা করা হচ্ছে কোন যানবাহনের ধাক্কায় তার প্রাণ গেছে।তারপরও ময়না তদন্ত রিপোর্ট আসলে আসল রহস্য বেরিয়ে আসবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।