নিজস্ব প্রতিবেদক:
৮জুন শুক্রবার বিশ্ব সমুদ্র দিবস। এ উপলক্ষে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ও ব্লু গ্রীণ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে শেষ হবে। এছাড়া সেখানে সৈকত পরিচ্ছন্নকরণও সার্ফিং অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর থেকে বিকাল পর্যন্ত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ওশান গ্যালারী ভিজিট, একুরিয়াম ভিজিট, ওশাস প্রেজেন্টশন, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৭ জুন বৃহস্পতিবার বিকালে সমুদ্র দিবস সফল করতে প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত তথ্য জানান রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডেও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুর রহমান চৌধুরী, জেনারেল ম্যানেজার নিজামুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র ও মংস্য বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোসলেম উদ্দিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।