তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম ব্যুরো :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাশঁখালী সেই আলোচিত বিএনপি নেতা ও গন্ডমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেয়াকত আলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন। বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী এ আর এম তকছিমুল গণি (ইমন) বলেন, ৪ জুন বিকেলে বাঁশখালী আলাওল ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও সরকার উৎখাতে প্ররোচনামূলক বক্তব্য দেওয়ায় লেয়াকত আলীর বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের আদালতে মামলা করেছেন আবদুল্লাহ কবির লিটন। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলায় লেয়াকত আলীর বিরুদ্ধে দন্ডবিধির ১২০ (খ), ১২৪ (ক) ও ৫০৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে মামলার বাদী আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ কবির লিটন বলেন, যে ব্যক্তি বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করে বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করেছে এবং বিশ্বের ২য় সৎ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছে তার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় আমি আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। দ্রুত তাকে গ্রেফতার করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। বাশঁখালী গন্ডামারায় এস আলম গ্রুপের অর্থায়নে কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে শুরুতেই সংঘর্ষে ১১ জন নিহত হওয়ার ঘঁনায় বেশ আলোচিত হন লিয়াকত আলী।