এম.মনছুর আলম,চকরিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদল চকরিয়া উপজেলার আওতাধীন কাকারা ইউনিয়ন যুবদলকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত, শক্তিশালী করার লক্ষ্যে ৩১সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম.ইব্রাহীম খলিল কাঁকন ও উপজেলা যুবদলের সাধারন সম্পাদক এম.সাইফুল কবির স্বাক্ষরিত উক্ত কমিটি অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে এম.হারুনুর রশিদ কে আহবায়ক ও ওয়াজেদ হাসান রাসেলকে সদস্য সচিব।এতে যুগ্ম-আহবায়ক করা হয়েছে যথাক্রমে-কফিল উদ্দিন,নুরুল হুদা রানা, হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন ও এরশাদুল ইসলামকে।

উক্ত আহবায়ক কমিটি আগামী একমাস ১০দিনের মধ্যে সকল ওয়ার্ড কমিটি সংস্কার ও গঠন  করে ইউনিয়ন যুবদলের সম্মেলন করতে নির্দেশ প্রদান করা হয়।