
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজারের পেকুয়া উপজেলার আওতাধীন পেকুয়া সদর ইউনিয়ন (পশ্চিম জোন) শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রবিবার (৩জুন) পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ্ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন যৌথ সাক্ষরে ৩ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি অনুমোদন দেন।
এতে এম শাহ নেওয়াজ আজাদকে সভাপতি, মোঃ আব্দুল মোনাফকে সাধারণ সম্পাদক ও গোলাম মোরশেদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি উপজেলা কমিটি বরাবরে জমা দিতে বলা হয়েছে।