প্রেস বিজ্ঞপ্তি:

রামু লেখক ফোরামের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ১৭ রমযান রমযান, ৩ জুন, রবিবার এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রামু লেখক ফোরামের নতুন সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন, সংগঠনের উপদেষ্টা, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কাজী এরশাদুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা প্রাবন্ধিক আখতারুল আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. হোসাইন আহমদ আনছারী, রামু ডিগ্রী কলেজের অধ্যাপক ইজত উল্লাহ, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, সিনিয়র সাংবাদিক নীতিশ বড়ুয়া, সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা এম. আতাউর রহমান, সাংবাদিক, ছড়াকার সোয়েব সাঈদ, কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন ফোরামের প্রধান পরিচালক মোঃ ইলিয়াছ মিয়া, রাজারকুল জামালুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন, রামু রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ সাইফুল্লাহ, ছাত্রনেতা আতা উল্লাহ।

সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সরওয়ারের সঞ্চালনায় এ পবিত্র আয়োজনে শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম। মাহফিলে সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আহমদ ছৈয়দ ফরমান, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মঈন উদ্দিন মামুন, সহযোগী সদস্য মাহিন সরওয়ার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান আলোচক মাওলানা কাজী এরশাদুল্লাহ বলেন, ইসলামী তাহযীব-তামাদ্দুন ও ইতিহাস-ঐতিহ্য সমুন্নতকরণ এবং নীতি-নৈতিকতাবোধ উজ্জীবনের অন্যতম অবলম্বন সুস্থধারার লিখনী। পবিত্র কুরআন নাজিলের মাস রমযানুল মোবারকের শিক্ষা ধারণ করে কলম সৈনিকদেরকে সত্যের পক্ষে ক্ষুরধার লিখনী অব্যাহত রাখতে হবে। বক্তারা বলেন, ১৭ রমযান ঐতিহাসিক বদর যুদ্ধের প্রেরণাদীপ্ত স্মারক। বদর যুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অন্যায়-অসত্যের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।