প্রেস বিজ্ঞপ্তি :
যৌথ পরিষদের সেক্রেটারি আব্দুল্লাহ আল জুবাইর এর সঞ্চালনায় , এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব আবুল কাশেম স্যারের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে “সমাজ সংস্কারে ত্বাকওয়ার গুরুত্ব” নিয়ে কক্সবাজার সরকারি কলেজ মসজিদের খতিব , জনাব মাওলানা সুলতান আহমদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন রুমখাঁ পালং ইসলামীয়া আলিম মাদ্রাসার জনাব মাওলানা শামসুল ইসলাম , উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সম্মানি সভাপতি জনাব আজিজুর রহমান, উপস্থিত ছিলেন মোঃ আলম (সও), মাওলানা আমির রশিদ,মোঃ মোহাম্মদ আলম(প্রবাসী) সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ । পরিষদের সদস্যদের মধ্যে হারুনুর রশিদ, রহিম উল্লাহ, মীর কাশেম, রেজাউল, মামুন, রায়হান,হেলাল,হোসাইন,ইউনূচ,করি