শহর প্রতিনিধি :
কক্সবাজার শহরের টেকপাড়ায় সাধারণ মানুষের সুপেয় পানির চাহিদা মেঠাতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে। কক্সবাজার পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টেকপাড়া জামে মসজিদ সংলগ্ন এই নলকূল স্থাপনের কাজ করছে তরুণ মুসলিম ঐক্য পরিষদ নামের স্থানীয় একটি সমাজসেবা মূলক সংগঠন। দীর্ঘ প্রচেষ্টা শেষে ওই স্থানে গভীর নলকূপ স্থাপনের কাজ যখন শেষের দিকে তখন স্থানীয় সমাজ সেবক নামধারী জনৈক আব্দুল গাফ্ফারের বাধার মুখে ধমকে গেছে নলকূপ স্থাপন কাজ। এতে করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ আর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় তরুণ মুসলিম ঐক্য পরিষদের সদস্যদের দিনরাত পরিশ্রমের মধ্যে দিয়ে যখন মানুষের সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন কাজ এগিয়ে চলছে ঠিক সে মুর্হুত্বে আব্দুল গাফ্ফার স্ব-শরীরে গিয়ে নলকূপ স্থাপনে নানা ধরণের বাধা দেয়ার অভিযোগ করেন সংগঠনের সদস্যরা। শুধু তাই নয় নলকূপ স্থাপন কাজে নিয়োজিত শ্রমিকদেরও নানা ভাবে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সমাজসেবক নামধারী এই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে জানা যায়-আব্দুল গাফফার যে মূলে ওই স্থানে জায়গার মালিক দাবী করছে মৌজা-কক্সবাজার আর,এস ১২৯৫ খতিয়ানের দাগ নং ১৪০০ ৫ শতক জমি, বি,এস ২০নং খতিয়ানের দাগ নং ৬৫০৭ .০১৫০ একর জমিতে তার মালিকানাধীন কোন জায়গা আদৌ নেই। এতেই শেষ নয় তার খেলা। গত ২৯ মে ভুয়া মামলা দায়ের পর এলাকা থেকে পালিয়েছে সমাজসেবক নামধারী এই নেতা। এদিকে গত ২৯ মে দুপুর ২টা ২৩ মিনিটের দিকে টেকপাড়া ছাত্র সংসদের ফেসবুক আইডি থেকে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেয়া হলে ব্যাপক সমালোচনার শিকার হয় আব্দুল গাফ্ফার। তাসকিন আলম সাদ নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন এটাতো একটা ভাল উদ্যোগ ছিল। পানি নিয়ে টেকপাড়ার মানুষগুলোর কষ্ট আমি দেখে আসছি সেই ছোটকাল থেকে। এই নলকূপ স্থাপনের মাধ্যমেতো সেই দুর্ভোগ আর কষ্ট লাঘব হতো। বাবর ইসলাম নামের আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেন-বুঝতে পারছি না গাফফার ভাই আপনি এতদিন কোথায় ছিলেন। টেকপাড়ার মানুষ পানির জন্য কষ্টে আছে আর সেটা চিন্তা করে তরুন মুসলিম ঐক্য পরিষদ গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে। যা সবার কাছে প্রশংসনিয়। সেটাতো তারা নিজেদের জন্য করেনি করেছে এলাকার সবার জন্য। এদিকে শুক্রবার নলকূপ স্থাপনের স্থানটি পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। এসময় তিনি এলাকার মানুষের স্বার্থে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় মুজিব চেয়ারম্যান এলাকার মানুষের জন্য ৯ হাজার লিটারের পানির টাকিং দেয়ার প্রতিশ্রুতি দেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ কমিটির সভাপতি গোলাম মওলা বাবুল (জজ বাবুল), সাধারণ সম্পাদক শামসুল আলম কেলু সাধারণ, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি দেলেয়ার হোসেন জান্নু, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তরুন সমাজ সেবক মিজানুল করিম মিজান।