প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজারের পেকুয়া উপজেলার আওতাধীন রাজাখালী ইউনিয়ন শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১মে) পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি জেড এম মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক কামরাম জাদিদ মুকুটের যৌথ সাক্ষরে ১২সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

এতে আব্বাস উদ্দিনকে সভাপতি, এস.এম আমিন উল্লাহকে সিনিয়র সহসভাপতি, ফজল কাদের, শাহাব উদ্দিন ও নাছির উদ্দিনকে সহসভাপতি, আব্দু শুক্কুরকে সাধারণ সম্পাদক, ইয়াসিন সিকদার ও আক্কাস উদ্দিনকে যুগ্ম সম্পাদক, তানজিম সনেটকে সহ সাধারণ সম্পাদক, গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, আবু ছৈয়দ ও আব্দুল খালেককে সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

উক্ত কমিটিকে আগামী ১৫দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে উপজেলা কমিটি বরাবরে জমা দিতে বলা হয়েছে।