গ্যাসের চুলা ব্যবহারে ১০ সতর্কতা

গ্যাসের চুলার বিস্ফোরণে বিভিন্ন সময় ঘটে যাচ্ছে দুর্ঘটনা। একটু সতর্ক থাকলেই এইসব দুর্ঘটনা এড়ানো যায়। দেখে নিন কি উপায়ে সতর্কতা অবলম্বন করা যায়-

১- যে বাড়িতে আছেন  অনুভব করুন, গ্যাস লিকেজের ওপর আছেন কি না। গ্যাস বেরোলে শব্দ হবে। গ্যাসেরও একটা গন্ধ আছে।

২-পারিবারিক পর্যায়ে সচেতনতা তৈরি করতে হবে।

৩- গ্যাস-বিদ্যুৎ ব্যবহার কীভাবে করতে হবে।

৪-ঠিক তেমনি গ্যাসলাইনে লিকেজ হলে তিতাস গ্যাসকে জানানো উচিত।

৫-পাইপের লিকেজ বা চুলার চাবি নষ্ট হয়ে গেলে খেয়াল করতে হবে।

৬-গ্যাসের চুলা চালু করে অন্য কাজ বা এর ওপরে কাপড় শুকাতে দিবেন না।

৭-বাসার অভ্যন্তরে চুলা স্থাপন বা পাইপ নষ্ট হলে সেটা বাসার মালিককে বলতে হবে।

৮-রান্না শেষে গ্যাসের চুলার চাবিটা ঠিকভাবে বন্ধ করে রাখা উচিত।

৯- গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হলে শরীরে ১৫-২০ মিনিট ধরে বিশুদ্ধ পানি ঢালতে হবে।

১০- আগুন ধরলে তাড়াতাড়ি বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে হবে।