নিজস্ব প্রতিবেদক:
শহরের কলাতলির সৈকতপাড়ায় বন বিভাগের দীর্ঘদিনের দখলে থাকা চলাচলের রাস্তা দখলমুক্ত করেছে স্থানিয় বিটের বনকর্মীরা। কলাতলি বিটের গেজেট ৮০০১ আর এস দাগের জায়গা বন বিভাগের
সাবেক হেডম্যান ছিদ্দিক আহমেদ ৫ বছর আগে স্থানিয় মনির আহমদকে অজান্তে ৫০  হাজার  টাকায় বিক্রি করে । পরে মনির আহমেদ কলাতলি বিটের চলাচলের জায়গা দখল করে পথ বন্ধ করে দেয়।
বনকর্মীরা অনেক চেষ্টার পরও প্রভাবশালী দখলদারের হাত থেকে সড়কটি উদ্ধার করতে পারেনি।।
কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, আমাদের অফিসের চলাচলের রাস্তাটি দখল করে
মনির আহমেদ নামের প্রভাবশালী দীর্ঘদিন বসবাস করে আসছে। আমরা অভিযানের মাধ্যমে
অনেকদিন পর রাস্তাটি দখলমুক্ত করেছি। জায়গাটি আমাদের বিটের চলাচলের রাস্তা। মনির আহমদ ৫ বছর যাবৎ জায়গাটি দখল করে চলাচলের পথ বন্ধ করে রাখে। ফলে আমরা চলাচল করতে পারছিনা অনেক
দিন। জায়গাটি আমাদের অফিসের চলাচলের হওয়ায় লোকজন নিয়ে দখলমুক্ত করেছি। এখানে কারো
স্থাপনা আমরা ভাঙ্গিনি। শুধু চলাচলের পথ পরিস্কার করেছি মাত্র।এটি বনবিভাগের আরএস গেজেট
৮০০১ খতিয়ানের জায়গা। কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমরা দখলমুক্ত করতে মুলত চেষ্টা
চালিয়েছি। আমাদের অফিসের চলাচলের পথ ৫ বছর পরে আমরা ফিরে পেয়েছি বলেও তিনি জানান।
উল্লেখ্য জায়গাটি নিয়ে বনবিভাগ ও দখলদারের মধ্যে বিরোধ চলে আসছিল। অবশেষে বনবিভাগ
তাদের চলাচলের রাস্তাটি ফিরে পেল।