হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

৩০ মে টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের ‘অডিটরিয়াম উদ্ধোধন’, ‘বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন’ এবং ‘ইফতার মাহফিল’ এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার, এ্যাডহক রিজিয়ন, কক্সবাজার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান এ অনুষ্ঠানে সেক্টর কমান্ডার, বিজিবি রামু, স্থানীয় প্রশাসনের কর্মকতা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।