এরফান হোছাইন, কক্সবাজার।
সুস্বাস্থ্য এর মৌল উপাদান ভেজালবেহীন খাবার কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাবার তৈরী করছে। কক্সবাজার সদর উপজেলায় ভেজাল খাদ্য নিরসনের প্রেক্ষিতে প্রতিবারের ন্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম উদ দৌলার নেতৃত্বে মোবাইল টিম গতকাল (বুধবার,৩০ মে) কক্সবাজার শহরের কয়েকটি নাম করা প্রতিষ্টানে অভিযান পরিচালনা করে।
এই সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দ্বায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৩ ধারায় নগরীর বনফুলকে ছয় হাজার , চৌরঙ্গী বেকারিকে বিশ হাজার, মিস্টিবনকে তিন হাজার এবং জব্বারিয়ান হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতের জন্য ওই সকল প্রতিষ্টানকে সতর্ক করে দেয়া হয়।

ছবিঃ চৌরাংগী বেকারী থেকে তোলা ছবি