লোহাগাড়া প্রতিনিধি:

লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশন সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সেনাবাহিনীর ডাম্পারের সাথে অটোরিক্সা সিএনজির সংঘর্ষে বুধবার দুপরে গুরুতর আহত উপজেলার পুটিবিলা পান্ত্রিশা সরাই এলাকার বাঁচা মিয়ার পুত্র মো: ফরিদ (১৪) বুধবার রাত ৮ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ্য়া মারা যায় বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা।

জানা যায়, ঘটনার সময় শাহপীর ফিলিং স্টেশন থেকে কক্সবাজারমূখি সেনাবাহিনীর গাড়ি বহর বের হওয়ার সময় আধুনগর থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিক্সা আমিরাবাদ যাওয়ার পথে ঘটনাস্থলে সেনাবাহিনীর গাড়ি বহরের একটি ডাম্পার গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থল থেকে তাৎক্ষনিক সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। গুরুতর আহত মো: ফরিদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।