প্রেস বিজ্ঞপ্তি ঃ
আজ ৩০ মে ২০১৮ খ্রিঃ তারিখ কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান ভবনের সামনে উন্মোচন করা হলো বিজ্ঞান চত্বর ফলক। একটি কাঠবাদাম (Almond) যার বৈজ্ঞানিক নাম Prunus Dulcis গাছকে ঘিরে দৃষ্টিনন্দন টাইলস দিয়ে তৈরি করা হয়েছে বিজ্ঞান চত্বর। দেশের শিক্ষার্থীরা ক্রমশঃ বিজ্ঞান শিক্ষায় অন্য মনস্ক হয়ে পড়ছে, যা দেশ ও জাতির জন্য অশনি সংকেত বলে বিবেচিত। বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আরো আগ্রহ সৃষ্টিকরণ, বিজ্ঞানবিষয়ক বিভিন্ন বির্তক ও আড্ডা সংগঠনে এই চত্বর বিশেষ ভূমিকা পালন করবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ২০১৭ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল বিজ্ঞান ক্লাব। বিজ্ঞান ক্লাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যেন নিজেদের মাঝে সুন্দর পরিবেশে উদ্ভাবনীমূলক মতবিনিময় করতে পারে তার সুযোগ সৃষ্টি করায়ই এই বিজ্ঞান চত্বর তৈরির মূখ্য উদ্দেশ্য। কলেজের বিজ্ঞান ও অন্য অনুষদের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আজ বিজ্ঞান চত্বরের ফলক উন্মোচন করা হয়। ফলক উন্মোচন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। এই বিজ্ঞান চত্বর বাস্তবায়নে কক্সবাজার সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব, বিএনসিসি ও রেড ক্রিসেন্ট ইউনিট সক্রিয় ভূমিকা পালন করায় অধ্যক্ষ তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন । কলেজ অধ্যক্ষ ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগে এরূপ সৃজনশীল কর্মকান্ডে আরো বেশি আন্তরিক প্রচেষ্টা ও ভূমিকা রাখার জন্য সবার প্রতি বিশেষভাবে আহবান জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।