পলাশ বড়ুয়া:

উখিয়ার এতিম ও কলেজ ছাত্র রিপন কারামুক্ত হয়েছে আজ । কৃতজ্ঞতা প্রকাশ করছি যাঁরা এতিম অসহায় ছেলেটির মুক্তির জন্য সংবাদ প্রকাশ করে, প্রেষণা সহ খোঁজ খবর নিয়েছেন তাঁদের প্রতি।

বুদ্ধের দর্শন মতে, মানুষ কেবল স্বীয় কর্মের অধীন। রিপন হয়ত: তার কর্মের বিপাকে ২দিন কারাভোগ করেছে।

সমাজের এলিট শ্রেণির মানুষ গুলোর প্রতি আমার বিনীত অনুরোধ কেউ যেন কারো প্রতি অকারণে রূঢ় আচরণ না করি। যার ফলে পরিবেশটা ভারী হয়ে যায়। যদিও বিধবা মায়ের আকুতি দেখে এতিম এবং উখিয়া কলেজ ছাত্র রিপনকে সহযোগিতা করায় রিপনের প্রতিপক্ষ আমার নামে অনেক কুৎসা রটানোর চেষ্টা করছে। বিভিন্ন জনকে দিয়ে ফোনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে বলেও হুমকি দিচ্ছে।

যদি তাই হয়, সেটাও আমার কর্মের উপর ছেড়ে দিলাম। স্বয়ং বুদ্ধের ন্যায় এই পৃথিবীকে স্বাক্ষী মেনেছি আমিও।