পেকুয়া প্রতিনিধি: 

পেকুয়ায় রবি আলম নামের এক যুবককে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮মে) রাত ৯টার দিকে উপজেলা সদরের মৌলভী পাড়া থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫৮পিছ ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। সে একই এলাকার আবুল হোসেনের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ইয়াবা বিকিকিনির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবি আলমকে গ্রেপ্তার করা হয়। এসময় পুতুইয়া প্রকাশ পুতু নামের তার এক সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তার ও পলাতকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।