
মরিশাসের আল ইহসান চ্যারিটি গ্রুপ রোজাদার রোহিঙ্গা মুসলিমদের জন্যে কুতুপালং ক্যাম্পে ইফতার সরবরাহ করেছে। প্রায় ৩ হাজার রোহিঙ্গাদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করা হয়।
মরিশাসের এই চ্যারিটি দলের সদস্য শাকিল বলেন, বাংলাদেশের মানুষ যেমন চরম মানবিক বিপর্যয়ে এসব নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছেন তেমনি আমরা ও মায়ানমার থেকে বিতাড়িত আর নিগৃহিত এই মুসুলিম সম্প্রদায়ের পাশে মানবিক সাহায্যে এগিয়ে এসেছি। তবে আমরা চাইব ভবিষ্যৎ এ বাংলাদেশের জনগনের পাশে থাকতে ‘ এ কথাও ব্যক্ত করেন এই উদার মনের অধিকারী।

আল ইহসান গ্রুপ হোস্ট কমিউনিটির জন্যেও কিছু ইফতার সামগ্রী বরাদ্দ রেখেছে। বাংলাদেশের পর্যটন বৃদ্দিতে ও ভুমিকা রাখতে তারা মরিশাস থেকে অনেক ভ্রমনপিপাসী নিয়ে আসতে চান।