-রাহাতুল ইসলাম রিদু
(একাদশ শ্রেণি,রামু কলেজ)
অশ্রুসিক্ত দুটি আখিঁর কোণে,
তোমাতে দেখা স্বপ্ন মেলে।
নিমিষেই সেই
স্বপ্নভঙ্গের স্বল্পক্ষণের, বেদনার্ত মুহূর্ত।
ক্ষণিকের স্বপ্নঘোর মুহূর্তটি বারবার স্মরণ করাতে,
অবুঝ মনের আর্তনাদের উপস্থিতি।
বেলার শুরু আচ্ছাদিত করার উপযুক্ত কারণ,
স্বপ্নময় সেই ক্ষণমুহূর্তটি।
গধূলী বেলার আবেগময় সমাপ্তির পরমুহূর্তেই মনের দুয়ারে শিখরিণী জাগরণ,
নিমিষে হারানো সেই স্বপ্নের দেখা যদি মেলতো আবার!!