শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর:

কক্সবাজার সদরের ঈদগাঁওতে প্রভাবশালীদের যোগসাজশে এক ব্যক্তির জায়গা জবর দখল চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।এ সময় অর্ধ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ পালা কেটে নিয়ে গেছে এ চক্র।২৮ মে সকাল ৯ টার দিকে ইউনিয়নের চাঁন্দের ঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।জানা যায়, ঈদগাঁও চাঁন্দের ঘোনা এলাকার মৃত সুলতান আহমদের পুত্র নুরুল আবছারের দীর্ঘ ২০ বছরের ভোগ দখলীয় পার্শ্ববর্তী সাড়ে ৩ একর জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় এক প্রভাবশালীর।উক্ত জায়গা দখলে নিতে বিভিন্ন অপ-পায়তারা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে।এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে ১০/১৫ জনের সংঘবদ্ধ সশস্ত্র বাহিনী বর্নিত জায়গা দখলে নিতে গাছ পালা কাটা শুরু করে। এ সময় খবর পেয়ে মালিক পক্ষ এগিয়ে আসলে জবর দখলকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে জায়গার মালিক নুরুল আবছারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,স্থানীয় একটি প্রভাবশালী ভুমি দস্যু চক্রের প্রত্যক্ষ ইন্ধনে হেলাল উদ্দিন,শাহজাহান,ফজলুল হকের নেতৃত্বে এ বাহিনী আমার জায়গা জবর দখল চেষ্টা চালায়, এ সময় বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক গাছ কেটে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য লক্ষধিক টাকা। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম বলেন এ ধরনের একটা অভিযোগ পেয়েছি।