কাউন্সিলর মিজানুর রহমানের বিরুদ্ধে ইয়াবা পৃষ্ঠপোষকতার অভিযোগে এনে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সত্যি হতবাক করে দিয়েছে সাধারণ জনতাকে। পাশাপাশি তার নির্বাচনী এলাকার সুশীল সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষানুরাগীরা তার বিরুদ্ধে এহেন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উত্তর নুনিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফোরকানা জোছনা, সহকারী শিক্ষিকা রেখা পাল, রোকসানা আকতার, সুফিয়া আকতার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহাব উদ্দিন সাহেদ, মো.মইন উদ্দিন, আবদুল খালেক, আনোয়ার করিম, বুলবুল আকতার, আলী আকবর। বিবৃতি দাতারা বলছেন, কাউন্সিলর মিজানুর রহমান অত্র বিদ্যালয়েরস পরিচালনা কমিটির সভাপতি ও জমিদাতা। তার গড়া এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর শত শত শিক্ষার্থী ভাল রেজাল্ট করে সুনামের সহিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত রয়েছেন। এমন একজন শিক্ষানুরাগি ব্যাক্তিত্ব কখনো ইয়াবার মতো মরণ নেশার পৃষ্ঠপোষক হতে পারে না। এছাড়াও তিনি একজন সফল জনপ্রতিনিধি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু স্বার্থেন্বেষী মহল সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে সফল এ জনপ্রতিনিধির জনপ্রিয়তা নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তাই আমরা ইয়াবা পৃষ্ঠপোষকতার নামে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় মর্মে দাবী জানিয়ে আন্দোলনের হুশিয়াঁরি দেন তারা। অন্যদিকে একই অভিমত পোষণ করেন হযরত আলী হোসেন ফকির(রহঃ)সুন্নিয়া মাদ্রাসা’র সুপার মো.আজিজুল হক, সহকারী শিক্ষক হাফেজ মও.রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, হাফেজ মীর কাশেম, মো.রেজাউল করিম, মো.আকাশ, মো.ইমরান, আজহারুল ইসলাম, মরিয়ম মমতাজ মেরি, ফারহানা আকতার সুমি, রেজিয়া আকতার, খালেদা আকতার প্রমুখ। তিনি উক্ত মাদ্রারাসার উপদেষ্ঠা।