#ইমরান হোসেন মুন্না

বাবা এক প্রবাসী । শুনেছি বাবা এখন প্রবাসে গাড়ি ওয়াশ করে। শুনলে মনে হয় খুবই আরাম আয়েশ করে টাকা ইনকাম করে। আর যা পায় তা দেশে পাঠিয়ে দেয় মোরা দুবেলা খাবো বলে।

গার্লফ্রেন্ড আবদার করেছে নতুন আইফোন 7 plus গিফট করতে। বয়ফ্রেন্ড মহাখুশি তার গার্ল ফ্রেন্ড তারে এত্ত ভালোবাসে , কিন্তু সুবোধ বুঝেনি সব ভালোবাসা ছিলো টাকা আর দামি গিফটেরর জন্য।

কাঁপা কাঁপা গলায় বাবা রাত্রি বেলা ফোন দেয়, এতে ছেলের আবদার লুটিয়ে পড়ে বাবার কাছে। বাবা ২৪ঘন্টায় ১৩/১৪ ঘন্টা কাজ করে যাতে সোনার ছেলে এবং পরিবারের আবদার টুকু পূরণ করতে পারে। বাবা দিনের পর দিন মাসের পর কাজে কাজ করতে থাকে।বাকি যা সময় পায় খায় আর ঘুমায়।

সুবোধ বাবা স্বপ দেখে দশের মধ্যে সে একজন হবে।সুবোধ ছেলেটা উচ্চতর ডিগ্রী লাভ করবে। ছেলেটা এখন জিন্স প্যান্ট পড়ে এখন ৮০/৯০ গতিতে বাইক চালায় সাথে তাকে অবিবাহিত গার্লফ্রেন্ড। বাইকের গতিতে হাওয়াতে তার গার্লফ্রেন্ডের চুল উড়ায় , ঔদিকে বাবার হাওয়া পিছন দিয়ে যায়।

ছেলে এখন মেট্রিক পাশ করে কলেজে।
বাবা আমি পরীক্ষায় অমুক পেয়েছি। বাবা মহা খুশি।

গার্লফ্রেন্ডের এখন বাইক চোখে শয় না। তার এখন কার নিয়ে ঘোরা চাই।

ছেলে যখন ভাড়া করা গাড়ির দরজা খুলে দিতে ব্যস্ত থাকে। তার বাবা তখন অন্যের গাড়ির দরজা খুলতে আর গাড়ি পরিষ্কার করতে ব্যস্ত।

ছেলে এখন বায়না ধরে স্মার্ট ফোন ইউজ করবে বাবা তখন নরমাল ফোন করতে তিন চার বার হ্যালো হ্যালো বলতে ব্যস্ত।

ছেলে এখন বাইকে করে কলেজ ঘুরে বাবা এখন সাইকেল চালিয়ে মাইলের পর মাইল কাজে যেতে ব্যস্ত ক্লান্ত শরীরে।

ছেলে এখন তার গার্লফ্রেন্ডের শখ মেটাতে ব্যস্ত,

বাবার এখন হার্টের প্রবলেম ঔষধ খাওয়ার টাকা চেয়ে বন্ধুর কাছে হাত পাততে ব্যস্ত বাবা।

নগরীর ছেলেদের এখন আবদারের শেষ নেই। আর সুবোধ বাবাদের দেওয়া ও শেষ নেই।

শেষ মেষ ছেলে এখন গার্ল ফ্রেন্ডের বিয়ে শুনে পলাতক আজ ৩৩ দিন যাবৎ।
সুবোধ বাবাকে এখন হাই তুলে কথা বলে মিজান সাহেব আপনার ছেলে ছিঃ ছিঃ।

এরকম হাজারো ছেলের জন্য বাবা মা’রা দিনরাত লোকের ঝাড়ি খায় দিনের পর দিন সুবোধ বাবা সহ্য করে আসছে।

ভালো থাকুক সেই সব বাবা গুলোই।💜💜💜

কি লজ্জা জনক ছেলে আমরা! 😭