সিবিএন:

নেত্রকোনায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের ইসমাঈল ও ওসমানকে ময়না তদন্ত  শেষে গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।২৭ মে বাদে জোহর টেকনাফের হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়,  গত ২৪ মে রাতে নেত্রকোনা জেলার মদনপুরের মেনাংয়ে মাদক বেচা-কেনার খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ-মাদক চোরাকারবারীর ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক পাচারকারী নিহত হয় বলে নেত্রকোনা মডেল থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান। এসময় থানার দুই পুলিশ কর্মকর্তা ও এক কনস্টেবল আহত হয়। ঘটনাস্থল হতে ৭০৫ গ্রাম হেরোইন, ৩হাজার ইয়াবা ও ২টি পাইপগান জব্দ করা হয়। প

রে পুলিশ নিহত লাশ দুইটি টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মৌলভী দিল মোহাম্মদের পুত্র মোঃ ইসমাঈল ও মরহুম মোহাম্মদ হোছন মেম্বারের পুত্র মোঃ ওসমান বলে সনাক্ত করেন। এরপর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে ২৭মে সকালে লাশ দুইটি গ্রামের বাড়িতে আনার পর বাদে জোহর জানাজা শেষে দাফন করা হয়েছে।