মোঃ এখলাস হোসেন, চ.বি.:
মরিনো থেরাপিউটিক থিয়েটার সপ্তাহ ২০১৮ পালিত হলো উন্নয়ন সংস্থা উৎস’র (UTSA) আয়োজনে। গত ১৩-১৯ মে,২০১৮ পর্যন্ত চলা এই আয়োজনের ১ম দিন ছিল জে.এল. মরিনোর জীবনদর্শন ও থিয়েটার কার্যক্রম সম্পর্কে আলোচনা- পর্যালোচনা। এছাড়া ইরা(ERA) প্রকল্প অফিসে স্থানীয় স্কুল- কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ” স্বতঃস্ফূর্ততা ও সৃজনশীলতা” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) নাট্যকলা বিভাগের প্রাক্তন ছাত্র, প্রশিক্ষক ও উৎস কর্মকর্তা আরাফাতুল আলম। আয়োজনের ২য় দিনে মরিনোর অন্যতম লিভিং নিউজ পেপার থিয়েটার এর উপর ভিত্তি করে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত প্রযোজনা ” আইন ও জীবন” অনুষ্ঠানে একটি পূর্ণাঙ্গ অধিবেশন সম্পন্ন করেন চবি আইন অনুষদের ডিন অধ্যাপক এ. বি. এম. আবু নোমান। আয়োজনের ৩য় থেকে ৫ম দিনে থিয়েটারের মাধ্যমে কীভাবে মনোসামাজিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এবং কী কী ইস্যু নিয়ে বর্তমানেও উৎস’ র থেরাপিউটিক থিয়েটারের কার্যক্রম চলমান আছে তার বৈচিত্র্য পূর্ণ পসরা নিয়ে “প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন” এ প্রদর্শনী স্টল সাজিয়েছে উৎস’র ইরা প্রকল্প দল। তিন দিন ব্যাপী চলা সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করার পাশাপাশি স্টলে থেরাপিউটিক থিয়েটারের সার্বিক কার্যক্রম, বিভিন্ন তথ্য-উপাত্ত, পোস্টার – ব্যানার, বিভিন্ন পাবলিকেশন সহ একাধিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যা প্রদর্শনী স্টলে ছিল ব্যতিক্রম ও দর্শকনন্দিত। আয়োজনের শেষ দুদিন জুড়ে ছিল থেরাপিউটিক থিয়েটারের বহুমাত্রিক প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা ও উখিয়ার স্থানীয় জনগোষ্ঠীদের অংশগ্রহণে এক দীর্ঘ থেরাপিউটিক থিয়েটার কর্মশালা। কর্মশালা পরিচালনায় ছিলেন উৎস’র আই.এইচ.আর.ডি.এম. ইউনিটের রিসোর্স পার্সন এ.এল.এম. রেজা আজিজ ও জহিরুল ইসলাম। পাশাপাশি ” Understanding and unaccompanied Rohingya child by using social atomt tools ” শীর্ষক একটি কর্মশালা পরিচালনা করা হয়। যার শেষাংশে ছিল An unaccompanied Rohingya child ” শীর্ষক সোসিওড্রামা। উল্লেখ্য, উন্নয়ন সংস্থা উৎস(UTSA) বিগত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে ” জে.এল. মরিনো সপ্তাহ ” পালন করে আসছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।