মোঃ আশফাক উদ্দীন আরফাত :
কক্সবাজার সদরের স্বনামধন্য ক্রীড়া সংগঠন বৃহত্তর ঈদগাঁও সেভেন স্টার ইউনাইটেড এর ইফতার মাহফিল আজ ২৭মে হোটেল নিউ স্টারে সম্পন্ন হয়।
ফুটবলার হুমায়নের সভাপতিত্বে, ছাত্রনেতা শাহরিয়ার সেজানের পরিচালনায় বৃহত্তর ঈদগাঁও’র শতাধিক উদীয়মান ফুটবলারের সাথে আরো উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার আতিকুর রহমান, মো ফয়েজ, সদর যুবলীগের সহ সভাপতি মিজানুল হক, সাংবাদিক রেজাউল করিম, মো: আশফাক উদ্দীন আরফাত, ক্রীড়া উপস্থাপক সাকলাইন মোস্তাক, ছাত্রনেতা ফরহাদুল ইসলাম, কাজী আব্দুল্লাহ, ব্যবসায়ী এরশাদ, শাহজান প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বৃহত্তর ঈদগাঁও’র একঝাক তরুন ফুটবলারের সমন্বয়ে গঠিত এ সংগঠনটি কক্সবাজার জেলার একটি আলোচিত সংগঠন। সকলেই সেভেন স্টারের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন। ক্রীড়া জগতে ঈদগাঁও’র মুখ উজ্জল করার জন্যে প্রতিটি গর্বিত খেলোয়ারকে ধন্যবাদ জানান।