হাফিজুল ইসলাম চৌধুরী :

তথ্য প্রযুক্তির ব্যাপকতা কাজে লাগাতে পারলে কক্সবাজার একদিন বিশ্বমানের তথ্য প্রযুক্তির নগরীতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। গতকাল শুক্রবার শহরের আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে আলোচনা সভা পরবর্তী ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ছেলে-মেয়েরা ইন্টারনেট ব্যবহার করলে খারাপ হয়না। বিষয়টা নিয়ে শুধু শুধু অভিভাবকেরা ভ্রান্ত ধারণা পোষণ করেন। মূল বিষয় হলো- সন্তানেরা তখনই ভালো থাকবে, যখন বাবা-মা তাঁদের বিষয়ে খোঁজখবর রাখবে, যত্ন নিবে।

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার আরও বলেন, ইন্টারনেটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিশ্ব সম্পর্কে অবগত হচ্ছে। এমন সময়ও আসতে পারে, হয়তো তখন বই বিলুপ্ত হয়ে যাবে। তথ্যপ্রযুক্তির এই দিনে আমরা তলাবিহীন ঝুঁড়ির দেশে থাকবো না। তিনি বলেন, আমাদের দেশের অভিভাবকেরা লাখ টাকা ঘুষ দিতে রাজি কিন্তু ২০ হাজার টাকায় সন্তানকে ল্যাপটপ কিনে দেয় না।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল ক্লাস রুমের আওতায় আনা হবে। দক্ষ জনশক্তি ও টেকসই উন্নয়নের জন্য বর্তমান শিশুদের ডিজিটাল শিক্ষার বিকল্প নেই। এসময় তিনি কক্সবাজার সমুদ্রসৈকত জুড়ে ফ্রি ওয়াই-ফাই সংযোগ চালু করা হবে বলে ঘোষণা দেন।

আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক ও ন্যাশনাল ডিফেন্স কলেজের একাডেমিক এডভাইজার (এনডিসি) নুরুস সাফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছার, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রিন্সিপাল আবু কায়সার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য প্রকৌশলি বদিউল আলম, বিজয় বাংলার সিও জেসমিন জুঁই, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের সমন্বয়ক ওয়াহিদুজ্জামান, সদস্য ফরিদুল আলম প্রমূখ।