বার্তা পরিবেশক :

গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের ডাক, টে‌লি‌যোগা‌যোগ ও তথ্যপ্রযু‌ক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার বাংলা‌দে‌শের প্রথম ফিস একু‌রিয়াম রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড প‌রিদর্শন ক‌রেছেন। মন্ত্রী রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড এ পৌঁছা‌লে প‌রিচালক মোঃ আবদুল্লাহ ভূঁইয়া, জেনা‌রেল ম্যা‌নেজার কাজী নিজামুল ইসলাম, প্র‌জেক্ট ইনচার্জ কাজী আ‌মিনুল ইসলাম জ‌সিম ও ম্যা‌নেজার শা‌হেদুজ্জামান তাঁ‌কে ফু‌লেল অভ্যর্থনা জানান। এসময় মন্ত্রীর সা‌থে আই‌সি‌টি বি‌শেষজ্ঞ মি‌স পরমা, সা‌নি বীচ স্কু‌লের প‌রিচালক রিয়াজ উল্লাহ উপ‌স্থিত ছি‌লেন।

মন্ত্রী রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড এর বি‌ভিন্ন একু‌রিয়াম প‌রিদর্শন ক‌রেন এবং এরকম ব্য‌তিক্রমী উ‌দ্যোগ নেওয়ায় উ‌দ্যোক্তা স‌ফিকুর রহমান চৌধুরীকে ধন্যবাদ জানান।

তি‌নি ব‌লেন, ঠিকমত প্রচার কর‌তে পার‌লে এখা‌নে দর্শক‌দের ভিড় সামলা‌নো যা‌বেনা। তি‌নি ব‌লেন, স্কুল ক‌লে‌জের ছাত্র ছাত্রী‌দের অবশ্যই রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড প‌রিদর্শন করা উ‌চিত। কেননা এখা‌নে সমু‌দ্রের তল‌দে‌শের বি‌ভিন্ন মাছ ও জলজ প্রাণীর যে সমাহার ঘটা‌নো হ‌য়ে‌ছে তা প্রশংসার দাবী রা‌খে। তি‌নি এর উ‌ত্ত‌রোত্তর সমৃ‌দ্ধি ও সফলতা কামনা ক‌রেন।