– ওসামা সুলতানা অনু
আমি নরপিশাচের কাছে ধর্ষিতা তনু।
আমি ওবাইদুলের চাপাতির আঘাতে
আহত হওয়া খদিজা।
আমি মালিকের হাতে খুন হওয়া রাজন।
আমি কাঁটাতারে ঝুলে থাকা
ফেলানির লাশ।
আমি দর্জির হাতে খুন হওয়া রিটা।
আমি হাজারো ধর্ষিতা
নারীর আর্তনাদ!
আমি ভাইয়ের সামনে ধর্ষিতা সেই
বোনের আর্তনাদ।
আমি মিলিটারির বুলেটে
ঝাঁজরা ভাইয়ের বুক।
আমি মহীয়সী রোকেয়া।
আমি উনসত্তুরের গণ অভ্যুত্থান।
আমি হাজারো ছেলে হারা
মায়ের উৎকণ্ঠা আর প্রতিবাদ।
আমি বিধ্বস্ত বাংলা মা!
আমি আসলে কে,
কী আমার পরিচয়?