সিবিএন: 
রোহিঙ্গাদের সমস্যা, শিশুদের স্বপ্ন নিয়ে ফেসবুক লাইভে কথা বলার পর কক্সবাজার থেকে বিদায় দিলেন হলিউড ও বলিউড অভিনেত্রী এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াংকা চোপড়া। মিয়ানারের বাস্ত্যুচুত রোহিঙ্গাদের দেখতে গত ২১ মে থেকে কক্সবাজারে অবস্থান করছিলেন প্রিয়ংকা চোপড়া।
৪ দিনের সফরের শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সাবেক বিশ্বসুন্দরী ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ছেড়ে যান। সেখান তাঁর একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টায় উখিয়ার কুতুপালংয়ের থেকে নিজের ভিরফাইড পেইজ থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে কথা বলেন তিনি। ওইসময় তিনি ভক্তকুলের নানা প্রশ্নের জবাবও দেন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া ফেসবুক লাইভে , রোহিঙ্গা শিশুদের করুন অবস্থার বিবরণ দিয়েছেন। বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের পরিনত ভয়াবহ হতে পারে ও তিনি লাইভে উল্লেখ করেছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোহিঙ্গাদের নিয়ে করা ভক্তদের প্রশ্নের জবাব দেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা
 ১৪ মিনিটের সেই বক্তব্যে প্রথমেই বিশুদ্ধ পানির সংকটের কথা তুলে ধরেন। শৌচাগার ও টিউবওয়েৈ পাশাপাশি হওয়ায় বৃষ্টিতে পানি দূষিত হচ্ছে । ফলে নানা রোগ জীবানু ছড়ি পড়ছে।
 শিশুদের জন্য নির্ধারিত ক্যাম্প থেকে প্রিয়াঙ্কা বলেন, নড়বড়ে ছোট ছোট ছাউনীতে রয়েছে রোহিঙ্গা। বর্ষা মৌসুমে এদের জীবন শংকা রয়েছে। এদেরকে বাঁচাতে বিশ্ববাসীকে আরো বেশী ত্রান নিয়ে ঝাপিয়ে পড়ার আহবান জানান।
ভক্তদের উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, ‘শিশুদের ধর্ম কী, বাবা-মা কে, এদের পরিচয় কী এগুলো বড় বিষয় না। এখন এদের দরকার আপনার আমার সহানুভূতি।’
এক ভক্তের প্রশ্নের জবাবে বলিউড অভিনেত্রী বলেন, “শিশুদের আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের স্বপ œকি? তাদের সবাই বলে ওঠে, ‘আমি স্কুলে যেতেচাই।” এই শিশুরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানেনা। কিন্তু এখন তারা মৌলিক শিক্ষা পাচ্ছে।’
 লাইভে প্রিয়াঙ্কা আরো বলেন, রোহিঙ্গা শিশুদের বার্মিজ, ইংলিশ ও গণিত শেখানো হচ্ছে। তিনি তাদের সহায়তায় সবাইকেএগিয়ে আসার জন্য বারবার আহবান জানান।