শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
কক্সবাজার সদরে ৬নং চৌফলদন্ডী ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরফাতের পিতা মোস্তাক আহমদ আর নেই। ইন্নালিল্লাহী—– রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫)।তিনি স্ত্রী,৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে,তিনি কয়েকদিন পুর্বে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।অবস্থা আশংকাজনক হওয়ায় নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসাপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ মে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে মৃত্যু বরন করে।আজ ২৩ মে বুধবার সকাল ১১ টায় মরহুমের নামাজে জানাযা মধ্যম মাইজ পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এদিকে যুবলীগ নেতা আরফাতের বাবার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল,সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দীন পুতু,সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো,চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল প্রমুখ।
উল্লেখ্য, মরহুম মোস্তাক আহমদ মেম্বার মাইজ পাড়া এলাকার মরহুম আবদুল জলিলের পুত্র ও অবিভক্ত চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার ছিলেন।