সংবাদদাতা:
ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি দিয়ে অবশেষে টেকনাফ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদার মিয়া কুংফু জামিনে মুক্ত হয়েছেন।
গত ১৮ মে বিকালে কারামুক্ত শ্রমিক নেতা কুংফুকে শত শত মোটর সাইকেল শোডাউনের মধ্য দিয়ে মেরিন ড্রাইভ সড়কে তাকে বরণ করা হয়।
শোডাউনটি টেকনাফের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলিত হয়।
এ সময় দিদার মিয়া কুংফু উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন- একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক ক্যারিয়ারকে সহ্য করতে না পেরে ষড়যন্ত্রমূলকভাবে কথিত ডিবির সাথে লক্ষ টাকার চুক্তি করে আমাকে ডিবির উতপেতে রাখা ৪০০ পিচ ইয়াবা দিয়ে বান্দরবন এলাকায় গ্রেপ্তার দেখিয়ে হাজতে প্রেরণ করে।
দীর্ঘ ৪ মাস কারাবাস করে আল্লাহর রহমতে বিজয়ী বেশে আপনাদের মাঝে ফিরে আসলাম।
ডিবির কিছু কর্মকান্ডের সমালোচনা করে সমাবেশে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে কিছু অসাধু অফিসার নিরীহ মানুষকে হয়রানী করছে। যেনতেন মামলার ভয় দেখায়।
এ বিষয়ে জরুরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।