প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মো. সেলিম উদ্দিনের উপর বর্বরোচিত হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শহরবাসী। একই সাথে দ্রুত মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপিও দেওয়া হয়।

রোববার (২০ মে) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শহরের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ব্যবসায়ী, সংগঠক, মানবাধিকারকর্মীসহ অসংখ্য নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন পূর্ব বিক্ষোভ মিছিলে শফিউল্লাহ  ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেণ নেওয়ার প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।  বক্তারা আরও বলেন, সেলিম নিজের জমি পরিমাপ করতে গিয়ে হামলার শিকার হয়েছে। এখন সেলিম ছাড়াও আব্দুল মালেক, নতুন বাহারছড়ার আবছারসহ আরও কয়েকজন নিরীহ লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজার সেক্টর কমান্ডার্স সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক ও সাবেক কমিশনার আবু জাফর ছিদ্দিকী, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক হাজী মো. ইলিয়াছ, জাগো কক্সবাজারবাসীর সদস্য সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার জসিম উদ্দিন, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবি ছিদ্দিক খোকন, পৌর আওয়ামী লীগ নেতা জানে আলম পুতু, পৌর আওয়ামী লীগ নেতা রিদুয়ান আলী, বিশিষ্ট সমাজ সেবক নাছির উদ্দিন বাচ্চু ও মুবিনুল ইসলাম মুন্না, সাবেক প্রধান শিক্ষক পৌর পিপ্র্যাটরি স্কুল মোঃ নুরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবদুস সালাম, ওবাইদুল হক মুন্না, শাহ মোশারফ হোসেন, বজলুল করিম প্রমুখ। মানববন্ধন শেষে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।