অামি জহির অালম, সাবেক রামু উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলাম । অামার রাজনৈতিক জীবনে কখনও অন্যায়ের সাথে অাপোষ করি নাই । সেইটা প্রমাণ রামু রাজপথ স্বাক্ষী রয়েছে ।
মূল কথা হলো, সদ্য গঠিত রামু উপজেলা যুবদলের নব-গঠিত কমিটিতে অামাকে সাংগঠনিক -সম্পাদক করা হয়েছে অামি স্বেচ্ছায় উক্ত কমিটিতে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম ।
কারণ উক্ত নব-গঠিত রামু উপজেলা যুবদলের কমিটি সিনিয়র -জুনিয়র মেন্টেন করা হয়নি । হাই-ব্রিড স্থান হয়েছে ভালো পোষ্টে ।
অামার পদ-পদবী প্রয়োজনে নাই,অাজীবন বিএনপির এ কর্মী হিসেবে থাকবো ।