তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার চট্টগ্রামের দুই উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বাঁশখালী উপজেলার পথচারী লাতুন বড়ুয়া (৫৫), সন্ধীপ উপজেলার জেলে পরিক্ষত (৩৫) ও বিকাশ (৩৬)।
বাশঁশখালী থানার ওসি মো. সালাহউদ্দিন হীরা বলেন, উপজেলার পৌর এলাকার ২ নং ওয়ার্ডে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বজ্রপাতে লাতুন বড়ুয়ার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এদিকে সন্ধীপ থানার ডিউটি অফিসার এসআই হেলাল খান বলেন, সকালে বাংলা বাজার এলাকায় পাঁচ জেলে নদীতে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়। এঘটনায় আরো দুইজন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।