এম.জিয়াবুল হক, চকরিয়া:
সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার সহযোগী সংগঠন ইয়েস ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে কক্সবাজার সদর উপজেলার ছনখোলা মডেল হাইস্কুল ও ছনখোলা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গলবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদশে গড়ার প্রত্যয়ে দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন হয়েছে।
উভয় প্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কক্্সবাজার ইয়েস ফ্রেন্ডস গ্রুপের উপদেষ্টা ও কক্্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছনখোলা মডেল হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মাস্টার অছিউর রহমান,ছনখোলা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জাকের হোছাইন, ছনখোলা সোলতানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মঈন উদদীন, টিআইবির এরিয়া ম্যানেজার এ.জি.এম. জাহাঙ্গীর আলম, সাবেক ইয়েস ফ্রেন্ডস দলনেতা ও কক্্সবাজার সিটি কলেজের প্রভাষক তৌহিদুর রহমান।
শপথ অনুষ্ঠান শেষে ছনখোলা মডেল হাই স্কুলে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ছনখোলা মডেল হাই স্কুল, ছনখোলা সোলতানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ছনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থী দুর্নীতিবিরোধী কাটুন প্রদর্শনী স্ব-চক্ষে পর্যবেক্ষণ করে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়। শিক্ষার্থীরা আগামীতে যে কোন ধরণের দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার প্রতিজ্ঞা করেন। কর্মসূচি আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন ইয়েস ফ্রেন্ডস সহ-দলনেতা মো. আরিফুর রহমান, সহ-দলনেতা মিনা আকতার, ইয়েস ফ্রেন্ডস সদস্য আবদুল্লা আল মাহমুদ, রোমানা আকতার, মো. সালমান ফারুখ, আফসানা আকতার সিফাত ও জায়েদ ইকবাল রাকিব।
প্রসঙ্গত: সনাক চকরিয়ার অনুপ্রেরণায় গঠিত কক্্সবাজার ইয়েস ফ্রেন্ডস গ্রুপ ও বান্দরবানের লামা-আলীকদম ইয়েস ফ্রেন্ডস গ্রুপ দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে সাধারণ জনগনের মধ্যে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সক্ষমতা অর্জনে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।