ডেস্ক নিউজ:
১৫ মে সকাল সাড়ে ১০টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সেমিনার কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও SANEM এর উদ্যোগে কক্সবাজার জেলায় অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা বিষয়ক একটি সংলাপ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের প্রফেসর ড. এম আবু ইউছুফ । South Asian Network on Economic Modeling (SANEM) এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান এবং আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের প্রফেসর ড. এম. আবু ইউসুফ।
শুরুতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি ভিডিও প্রদর্শনের মাধ্যম্যে কক্সবাজার এলাকার বিভিন্ন উন্নয়ন এর ধারনা দেওয়া হয়। সকলে নিজ নিজ অবস্থান থেকে পরিচয়ের মাধ্যমে সভা শুরু করা হয়। ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের প্রফেসর ড. সেলিম রায়হান এর একটি কি নোট উপস্থাপনের মাধ্যমে উপস্থিত স্থানীয় বিভিন্ন সরকারী, বেসরকারী, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও, সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতি কক্সবাজার অঞ্চলের অর্থনৈতিক অপার সম্ভাবনার কিছু প্রশ্ন তুলে ধরেন। এরপর মুক্ত আলোচনার মাধ্যমে প্রশ্ন সমূহের উত্তর দেওয়ার আহ্বান জানান। প্রতিনীধি বৃন্দ অত্যন্ত সুস্পষ্ট মতমতের ভিত্তিতে প্রশ্নসমূহের তথ্যবহূল উত্তর দেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অবশেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ তাঁর সুচিন্তিত মতামতের মাধ্যমে কক্সবাজার জেলার উন্নয়নের বিভিন্ন যুগপোযোগী প্রকল্পের বাস্তবায়নের অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে মতামত ব্যাক্ত করেন, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌঃ প্রদীপ্ত খীসা, কক্সবাজার বায়তুশ শরফ এর পরিচালক সিরাজুল ইসলাম,কক্সবাজার চেম্বার অব কমার্স এর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, আর.আর.আর.সি কক্সবাজার এর উপ সচিব অসীম কুমার দে, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল আলীম, বিসিক এর উপ-মহাব্যবস্থাপক দিলদার আহমদ চৌধুরী, কউক সদস্য ডাঃ সাইফুদ্দিন ফরাজী, কউক সদস্য প্রকৌঃ বদিউল আলম, কউকে‘র নির্বাহী প্রকৌশলী কাজী ফজলুল করিম, কউক এর সচিব মোহাম্মদ শেখ ছাদেক, কউক এর উপ-নগর পরিকল্পনাবীদ মোহাম্মদ জাহাঙ্গীর আলী, কক্সবাজার এয়ারপোর্ট ম্যানেজার এ.কে.এম সাইফুজ্জামান, কক্সবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ সহ প্রমূক। সকলের মূল্যবান মতামত লিপিবদ্ধ করা হয় এবং পরবর্তীতে আবারও বিষয়টির উপর বিশধঃ আলোচনার আহ্বান জানিয়ে সভাপতি প্রফেসর ড. এম আবু ইউছুফ সভার সমাপ্তি ঘোষনা করেন।