সংবাদদাতা:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপনে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকতে আতশবাজিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আমাদের বাঙ্গালী জাতির বড় পাওয়া। এটিকে স্মরণ করে রাখতে সমুদ্র সৈকতে আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপভোগ্য অনুষ্ঠানে সবাইকে অমন্ত্রণ জানিয়েছেন পর্যটনসেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়।