সংবাদদাতা:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপনে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকতে আতশবাজিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আমাদের বাঙ্গালী জাতির বড় পাওয়া। এটিকে স্মরণ করে রাখতে সমুদ্র সৈকতে আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপভোগ্য অনুষ্ঠানে সবাইকে অমন্ত্রণ জানিয়েছেন পর্যটনসেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন: সমুদ্র সৈকতে আতশবাজিসহ নানা অনুষ্ঠান আজ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
