জালাল আহমদ, ঢাবি থেকে :
বর্তমান যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে।তাই দৃষ্টিহীনদের পিছিয়ে থাকলে চলবে না।তাদেরকেও তথ্য- প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে।জ্ঞান- বিজ্ঞানে পারদর্শী হয়ে সামনে এগিয়ে যেতে হবে।দৃষ্টিহীনদের চোখের দৃষ্টি না থাকলেও মনের দৃষ্টি তো আছে। মনের দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখতে হবে। তাই কারো দয়া- দানের দিকে না থাকিয়ে স্বনির্ভর হতে হবে।Physically – challenged Development Foundation ( PDF) এর সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিসবাহ শাহেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান প্রফেসর হাসানুজ্জামান।এ সময় আরো বক্তব্য রাখেন ভাস্কর ভট্টাচার্য, তারিক মাহমুদ আলী,মিজানুর রহমান কিরণ, মো: হাসান, জালাল আহমদ,মিলন,আমজাদ প্রমুখ।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দৃষ্টিহীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।