এম.জিয়াবুল হক,চকরিয়া :
পবিত্র ওমরা হজ¦ পালনের জন্য মক্কা নগরীর উদ্দেশ্যে স্ব-পরিবারে রওয়ানা হয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। তার সাথে হজে¦ যাচ্ছেন স্ত্রী চকরিয়া পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহেদা জাফর। গতকাল ১২ মে শনিবার রাত ১২টায় চট্টগ্রামস্থ শাহ আমানত বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্স এর একটি নিয়মিত ফ্লাইটে তিনি পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি জিএম পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পবিত্র হজ¦ পালন শেষে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম আগামী মাসের প্রথম সপ্তাহে চকরিয়া ফিরবেন।
এদিকে পবিত্র হজ¦ পালন শেষে সুস্থভাবে ফিরে আসতে চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম চকরিয়া-পেকুয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও কক্সবাজার জেলা, চকরিয়া, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ এবং সহযোগি ও নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেছেন।